• facebook
  • twitter
Saturday, 19 April, 2025

দার্জিলিং সফর থেকে কলকাতায় ফিরে রিষড়া কাণ্ডে কড়া বার্তা রাজ্যপালের 

কলকাতা,৪ এপ্রিল — রিষড়া কাণ্ডে কড়া  বার্তা দিয়েছেন রাজ্যপাল। দার্জিলিং থেকে ফিরেই কলকাতায় এসে সোজা রিষড়ায় গেলেন রাজ্যপাল।রিষড়াকাণ্ডে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।  রিষড়ায় গিয়ে কমিশনার অফ পুলিশের সঙ্গে কথা বলেন তিনি ।পরিস্তিতি খতিয়ে দেখেন। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অপরাধীরা জেলে যাবে”।গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা

কলকাতা,৪ এপ্রিল — রিষড়া কাণ্ডে কড়া  বার্তা দিয়েছেন রাজ্যপাল। দার্জিলিং থেকে ফিরেই কলকাতায় এসে সোজা রিষড়ায় গেলেন রাজ্যপাল।রিষড়াকাণ্ডে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । 

রিষড়ায় গিয়ে কমিশনার অফ পুলিশের সঙ্গে কথা বলেন তিনি ।পরিস্তিতি খতিয়ে দেখেন। তারপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ”অপরাধীরা জেলে যাবে”।গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি। দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। 

তারপর সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল । তাঁদের অভিযোগ, অভিজ্ঞতার কথা শোনেন তিনি।