মুম্বাই, ১১ নভেম্বর- আয়ুষ্মান খুরানা অভিনীত ‘অ্যান অ্যাকশন হিরো’-তে একটি দুর্দান্ত আইটেম নম্বরে দেখা যাবে এভার গ্রীন মালাইকা অরোরা-কে। আয়ুষ্মান খুরানা একজন নির্ভরযোগ্য অভিনেতা। মহামারী পরবর্তী সময়ে তাঁর অভিনীত সিনেমাগুলি বক্সঅফিসে সেরকম সফলতা না পেলেও, তাঁর জনপ্রিয়তা এতটুকুও কম হয়নি।তাই তাঁর আসন্ন চলচ্চিত্র ‘অ্যান অ্যাকশন হিরো’ থেকে আশাও রয়েছে প্রচুর।এই প্রথমবার অভিনেতাকে হার্ডকোর অ্যাকশন করতে দেখা যাবে।এই ছবির আরেকটি আকর্ষণীয় দিক আছে। সূত্রের খবর, “অ্যান অ্যাকশন হিরোতে একটি আইটেম গানে দেখা যাবে মালাইকা অরোরাকে। গানটি সুর তাঁর এতটাই পছন্দ হয় তিনি সম্মত হন আইটেম নম্বরটি করবার জন্য। গানটির এক ঝলক দেখা গেছে ট্রেলারে। তাঁকে সবসময়ের মতোই জমকালো হট দেখাচ্ছে এবং গানটি অ্যান অ্যাকশন হিরোর জন্য হাইপ বাড়াবে এটাও নিশ্চিত।” মালাইকা অরোরা বছরের পর বছর ধরে বেশ আইটেম নম্বরে হাজির হয়েছেন যেমন শাহরুখ খান-অভিনীত দিল সে (১৯৯৮) ‘ছাইয়্যা চাইয়া’। ‘কাল’ মুভিতে ‘কাল ধামাল’, ওয়েলকাম (২০০৭)। দাবাং (২০১০) এর ক্লাসিক ‘মুন্নি বদনাম’, হাউসফুল ২ (২০১২) এর ‘আনারকলি ডিসকো চালি’ ইত্যাদি। তাঁকে শেষবার বিশাল ভরদ্বাজের ফিল্ম ‘হ্যালো হ্যালো’ গানে দেখা গিয়েছিল, পাটাখা (২০১৮)। বলা যায় ৪ বছর পরে অ্যাকশন হিরো-র আইটেম গানে আবার তাঁকে দেখা যাবে হট এন্ড সেক্সি লুকে। অনিরুধ আইয়ার পরিচালিত ‘অ্যান অ্যাকশন হিরো’-তে জয়দীপ আহলাওয়াতও অভিনয় করেছেন। যা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২ ডিসেম্বর। মালাইকা অরোরা সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে তাঁর সুন্দর ছবি পোস্ট করেছেন এবং তাঁর সাথে ক্যাপশন দিয়েছেন “আমি হ্যাঁ বলেছি”। তিনি তিনটি হার্ট ইমোজিও সঙ্গে পোস্ট করেন।
৪ বছর পর আইটেম নম্বরে দেখা যাবে মালাইকা অরোরাকে
Malaika Arora