• facebook
  • twitter
Monday, 7 October, 2024

ছেলেকে ইন্ডাস্ট্রি থেকে দূরে রাখার সিদ্ধান্ত দাপুটে অভিনেতা ইমরানের 

মুম্বই, ২৫ মার্চ — একসময় যাকে বলিউড সিরিয়াল কিসার নামে ডাকতেই পছন্দ করত। তবে সে ট্যাগ এখন গা থেকে ঝেড়ে ফেলেছেন ইমরান। বরং তিনি এখন দাপুটে অভিনেতা। কিন্তু ইমরান চান না, তাঁর ছেলে অভিনয় জগতে আসুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, ‘আমার ছেলে আয়ানের জীবনে লড়াই অনেকটাই। যেভাবে ক্য়ানসারকে জয় করেছে সে, তা সত্য়িই আমার

মুম্বই, ২৫ মার্চ — একসময় যাকে বলিউড সিরিয়াল কিসার নামে ডাকতেই পছন্দ করত। তবে সে ট্যাগ এখন গা থেকে ঝেড়ে ফেলেছেন ইমরান। বরং তিনি এখন দাপুটে অভিনেতা। কিন্তু ইমরান চান না, তাঁর ছেলে অভিনয় জগতে আসুক। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, ‘আমার ছেলে আয়ানের জীবনে লড়াই অনেকটাই। যেভাবে ক্য়ানসারকে জয় করেছে সে, তা সত্য়িই আমার কাছে এখনও স্বপ্নের মতো। তাই আমি চাই আমার সন্তান কোনও স্টেবল জীবিকাই বেছে নিক। অভিনয় জগত বেশ কঠিন।’ ই্মরান আরও বলেন, ”ছেলের সঙ্গে তাঁর ক্য়ানসারের লড়াইটাও আলোচনা করি। এতে হয়তো তার মাসিক চাপ হতে পারে।”

২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটা ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। ক্যানসার ধরা পড়ে আয়ানের। তবে এখন অনেকটাই সুস্থ আয়ান।রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিতে এবার অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন ইমরান। ছবিটি বক্স অফিসে খুব একটা ব্য়বসা করতে পারেননি। তবে প্রশংসিত হয়েছে অক্ষয়-ইমরান জুটি।