গ্রীষ্মের দাবদাহে নাজেরহাল অবস্থা , নতুন বছরের শুরুর দিন বাড়তে পারে তাপমাত্রার পারদ 

কলকাতা,৭ এপ্রিল —  নতুন বছরের শুরুর দিনে তাপপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।দিনে দিনে ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ । বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। কোনও কোনও জেলায় আরও বেশি ! 

আবহবিদদের মতে ১৫ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।১০ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। শনিবার পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রার পারদ। চৈত্রের শেষ দিন ও নববর্ষে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।আবহাওয়াবিদরা বলছেন, শনিবার পর্যন্ত হু হু করে বাড়বে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হতে পারে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। 

গরমের দাপট থেকে বাঁচতে ও শারীরিক অসুস্থতা এড়াতে বেশি করে জল খাওয়া ও সুতির জামা পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করছেন তাঁরা। ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম।