শহিদ মিনার সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের ‘এটা ট্রেলার, এরপর দিল্লির বুকে আন্দোলন হবে 

কলকাতা,২৯ মার্চ — শহিদ মিনার চত্বরে সভায় এসেই বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি ‘দো লাড্ডু’ প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারের প্রকল্পকে নিশানা করলেন। বললেন কার্যত ব্যর্থতার কথা। আন্দোলনের আকার দেখিয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলে, ‘আজকে ট্রেলর দেখালাম, ভবিষ্যতে দিল্লির বুকে এই আন্দোলন করব।’

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, আবাস, সড়ক যোজনা থেকে ১০০ দিনের কাজের মতো পকল্পের টাকা বন্ধ করে রাখার প্রতিবাদেই বুধবার দু’দিনের ধর্না কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির নীচে ধর্নায় বসেছেন মমতা। এর ৬০০ মিটার দূরে শহিদ মিনারে এদিন একই ইস্যুতে সভা ডেকেছিল তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল। সেখানেই অভিষেক বলেন, ‘শুধু একশ দিনের কাজ, সড়ক যোজনা বা আবাস যোজনা নয়। এইরকম মোট ১০৬টি প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার।’

এদিন ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে দেওয়া নরেন্দ্র মোদীর বক্তৃতার প্রসঙ্গও টানেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সেবার এসে মোদী বলেছিলেন দোনো হাত মে লাড্ডু মিলেগা। এখন দেখা যাচ্ছে ১০০ দিনের কাজ আর আবাস যোজনায় দিল্লি সত্যিই লাড্ডু ধরিয়ে দিয়েছে।’ অভিষেকের স্পষ্ট কথা, ১০০ দিনের কাজ বন্ধ করে আসলে গ্রামীণ মানুষের পাতের ভাত কাড়তে চাইছে দিল্লি।

এর পাল্টা আবার শ্যামবাজারের কর্মসূচি থেকে বিজেপির নেতারা বলেছেন, ১০০ দিনের কাজের টাকার মজুরি মেরে দিয়েছে তৃণমূল। সেইসব পাইপয়সার হিসাব না দিলে কেন্দ্র টাকা পাঠাবে কেন? গ্রামীণ মানুষ তৃণমূলের থেকেই হিসাব বুঝে নেবে।