• facebook
  • twitter
Friday, 13 December, 2024

অমিতাভের টু্যইট বলছে, চিঁড়ে ভেজেনি

মুম্বই: ২০২৩ বিশ্বকাপে টপ ৪-এও প্রবেশ করতে পারেনি পাকিস্তান৷ বাবর আজমের টিমের এহেন পারফরম্যান্স নিয়ে যখন চতুর্দিকে ছি, ছি-র রব ঠিক তখনই এক পাক সংবাদমাধ্যমে প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা৷ কিন্তু সেই নিন্দাকে প্রশমিত করতে গিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকে টেনে তাঁকে বিয়ের ইচ্ছে প্রকাশ ও অন্য বিতর্কিত মন্তব্য

মুম্বই: ২০২৩ বিশ্বকাপে টপ ৪-এও প্রবেশ করতে পারেনি পাকিস্তান৷ বাবর আজমের টিমের এহেন পারফরম্যান্স নিয়ে যখন চতুর্দিকে ছি, ছি-র রব ঠিক তখনই এক পাক সংবাদমাধ্যমে প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের এক মন্তব্য ঘিরে শুরু হয় চরম নিন্দা৷ কিন্তু সেই নিন্দাকে প্রশমিত করতে গিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকে টেনে তাঁকে বিয়ের ইচ্ছে প্রকাশ ও অন্য বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি৷ তবে তীব্র সমালোচনা হতে ক্ষমাও চেয়ে নেন তিনি৷
হাতজোড় করা ক্ষমার ইমোজি দিয়ে লেখেন ক্ষমার কথা৷ আর এখানেই গল্প৷ আব্দুল রাজ্জাকের এই ক্ষমা প্রার্থনায় বিন্দুমাত্র হূদয় গলেনি বচ্চন পরিবারের৷ অমিতাভ বচ্চনের সাম্প্রতিক টু্যইটই বলছে সেই কথা৷
রাজ্জাক যে ইমোজি দিয়ে ক্ষমা চেয়েছিলেন সেই একই ইমোজি ব্যবহার করে সম্প্রতি অমিতাভ বচ্চন লেখেন, ‘হাতজোড় করা ইমোজির অর্থ কাগজে ছাপা অর্থের থেকে অনেক বেশি৷’ না, কারও নাম নেননি অমিতাভ৷ তবে নেটিজেনদের ধারণা পরোক্ষে রাজ্জাককেই কটাক্ষ করেছেন বিগ-বি৷
উল্লেখ্য, পাকিস্তান টিমের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে৷ এবং তার পর আমাদের সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব? আমার মতে আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে৷ আমরা কী চাই, সেটা বুঝতে হবে৷ আর সেটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না৷ শুধু তাই নয়, পাকিস্তানও জিততে পারবে না৷”ট্রোলের বন্যাএই কথা বলার পর এ দেশে তো বটেই পাকিস্তানেও অনেকেই প্রতিবাদ জানিয়েছিলেন৷ এরপর এক ভিডিয়ো বার্তার মধ্যে দিয়ে ক্ষমা চেয়ে রাজ্জাক বলেন, “মুখ ফসকে বের হয়ে গিয়েছিল৷ দয়া করে আমাকে ক্ষমা করে দিন৷’
কিন্ত্ত চিঁড়ে যে ভেজেনি অমিতাভের টু্যইট যেন ইঙ্গিত দিচ্ছে তেমনটাই৷