রেল লাইন পেরোতে গিয়ে প্রাণের ঝুঁকি , ট্রেনের ধাক্কা মহিলাকে

কলকাতা,১৬ অক্টোবর — কম সময়ে রেল লাইন পারাপার করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে হয়। কিন্তু তবুও যেন নিজের জীবন হাতে নিয়ে মানুষ ওভার ব্রিজ, ভূগর্ভস্থ পথ থাকার পরেও ঝুঁকি নিয়ে লাইন পারাপারের প্রবণতা দেখায়।  রবিবার দুপুরে পার্ক সার্কাস স্টেশনের  কাছে দুই লাইনের মাঝখান দিয়ে সন্তানদের নিয়ে হেঁটে যাওয়া সময় ট্রেনের ধাক্কায় আহত হন এক মহিলা । অল্পের জন্য রক্ষা পায় তাঁর দুই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস স্টেশন চত্বর। রেল অবরোধ  করেন স্থানীয়রা। যার জেরে ব্যহত হয় রেল পরিষেবা।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ঝুঁকি নিয়ে রেল লাইনের মাঝখান দিয়ে যাওয়ার সময় বজবজ-শিয়ালদহ লোকালের ধাক্কায় আহত হন এক মহিলা। তাঁকে তড়িঘড়ি ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আরও খবর, তাঁর সঙ্গে দুটি শিশুও ছিল। যদিও তাদের কোনও ক্ষতি হয়নি।