খুঁড়তেই বেরিয়ে এল হাজার বছরের পুরোনো কবর, সঙ্গে অলংকার

Written by SNS September 26, 2023 7:47 pm

মেক্সিকো, ২৬ সেপ্টেম্বর– প্রাচীন মায়া সভ্যতার কবর উঠে মেক্সিকোয়। প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, এই কবরে থাকা দেহাবশেষ হাজার বছরের পুরোনো। 

মেক্সিকোর ন্যাশনাল এন্টিকস ইনস্টিটিউট (আইএনএএইচ) সোমবার জানিয়েছে, পর্যটকদের জন্য রেলপথ নির্মাণ করতে গিয়ে শ্রমিকেরা খোঁড়াখুড়ির কাজ করার সময় প্রাচীন এই কবরের সন্ধান পেয়েছেন।

নগরের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি পাথরের বাক্সে ভরা দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে। সেখানে একটি মন্দির ও প্রাসাদের প্রাঙ্গণ রয়েছে। মনে করা হচ্ছে, এই দেহাবশেষ প্রাচীন মায়া সভ্যতার কোনো অভিজাত ব্যক্তির হতে পারে। দেহাবশেষের সঙ্গে সিরামিকের পাত্র, অলংকার ছিল।

প্রাচীন মায়া সভ্যতার বিভিন্ন নিদর্শন মেক্সিকোর দক্ষিণাঞ্চলজুড়ে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। এসব জায়গায় পর্যটকদের আকর্ষণ করতে ‘মায়া ট্রেন’ নামে রেল সংযোগ স্থাপন করছে মেক্সিকো সরকার। ব্যয়বহুল এই রেলপথ নির্মাণ প্রকল্পটি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের অগ্রাধিকারমূলক একটি প্রকল্প।