টিটাগড়ে স্কুল চলাকালীন ঘটে গেলো  ভয়াবহ বিস্ফোরণ

 উত্তর ২৪ পরগনা ,১৭সেপ্টেম্বর — শনিবার বিশ্বকর্মা পুজোর দিন ঘটে গেলো এক ভয়ঙ্কর ঘটনা।এদিন বেলা পৌনে ১২টা নাগাদ টিটাগড়ের  একটি স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটে। এবং সেই সময় স্কুলে মজুত ছিল স্কুল পড়ুয়ারা । সময়ের এদিক ওদিক হলেই অনেকের প্রাণহানি হতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । স্কুল ঘুরে দেখে সাংবাদিকদের অর্জুন বলেন, এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে, সামনে কেউ যদি থাকত তাহলে তার দেহ মিলত না। এই ঘটনা নিয়ে শাসকদল ও সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলায় এখন একটাই শিল্প। ঘরে ঘরে বোমার কারখানা। যা থেকে স্কুলও বাদ যাচ্ছে না। টিটাগড়ে স্কুলে বিস্ফোরণের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন লকেট।

ঘটনার পর ওই স্কুলে পৌঁছন ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। বোমা কি ছাদেই মজুত রাখা ছিল নাকি বাইরে থেকে কেউ ছুড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।