কাশ্মীরবাসীদের কাছে নতুন উপহার ঘরের কাছেই ‘মাল্টিপ্লেক্স ‘

জম্মু ,২০ সেপ্টেম্বর —কাশ্মীরের মানুষেরা সিনেমা দেখা থেকে বিরত ছিলেন বহু দিন।কারণ এতদিন কাশ্মীরে বন্ধ ছিল সব প্রেক্ষাগৃহ। উগ্রপন্থীদের হামলার কারণে একে একে ঝাঁপ বন্ধ হয়েছিল কাশ্মীরে সিনেমা হলগুলির। ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’, দেখার স্বাদ থেকে বঞ্চিত ছিলেন কাশ্মীরবাসী। এবার সেই স্বাদ আস্বাদন করতে প্রস্তুত তাঁরা।

সালটা ১৯৮৯। তার পর থেকে বন্ধ কাশ্মীরের সব সিনেমা হল। কাশ্মীরের মানুষদের আফশোস ছিল, সেটাই পূরণ করল আইনক্স। আগামী মাসের প্রথম থেকেই সাধারণ মানুষ মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে পারবেন। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখবেন কাশ্মীরবাসী। মাল্টিপ্লেক্সে রয়েছে  তিনটি মুভি থিয়েটার , মোট ৫২০টি আসন। অর্থাৎ একসঙ্গে ৫২০ জন সিনেমা দেখতে পারবেন। শুধু তাই নয়, বন্ধ পড়ে থাকা আরও বেশ কয়েকটি হলও খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি  সরকার।

এবার আসা যাক নতুন তৈরি হওয়া মাল্টিপ্লেক্সের কথায়। শ্রীনগরের বাদামি বাঘ এলাকায় এই মাল্টিপ্লেক্স তৈরি করেছে আইনক্স। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন এটির।