আঙ্কারা ,১১ ফেব্রুয়ারি — ভূমিকম্পের তীব্রতায় দু’ভাগ হয়ে গেল তুরস্কের একটি শহর। শহরের বুক জুড়ে বিশাল বড় ফাটলের রেখা। পাহাড়, জঙ্গল, রাস্তা বরাবর চলে গেছে সেই ফাটলের রেখা। ফাটল ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপের পার্শ্ববর্তী প্রদেশ কাহরামানমারাসের ছোট শহর তেভেকেলিতে বিশাল ফাটল ধরা পড়েছে ক্যামেরায় । দেখে মনে হয় , মাঝখান থেকে কেউ চাপ দিয়ে শহরটিকে বিস্কুটের মতো আড়াআড়ি ভাবে ভেঙে ফেলেছে।
তেকেভেলির পাশেই ছোট্ট একটি গ্রাম তেপেহান। সেই গ্রামেও বিশাল ফাটল দেখা গেছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। ফাটল বরাবর রাস্তা, গাছপালা, বিদ্যুতের খুঁটি সবই উপড়ে গেছে।
কম্পনের জেরে তুরস্ক-সিরিয়া সীমান্তেও বিশাল ফাটল ধরেছে। ইউরোপিয়ান আর্থ-অবজার্ভিং স্যাটেলাইট সেন্টিনেল-১-এ এই ফাটলের দৃশ্য ধরা পড়েছে। সেই ফাটলের দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার। সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অফ আর্থকোয়েকস, ভলক্যানোস অ্যান্ড টেকটনিকস-এর অধ্যাপক টিম রাইট জানান, ভূমিকম্পের তীব্রতায় এই ধরনের ফাটল ধরে।
Advertisement
Advertisement



