বাহানগা বাজার স্টেশনে মেরামতির জন্য বাতিল একগুচ্ছ ট্রেন 

Written by SNS June 8, 2023 3:36 pm
কলকাতা, ৮ জুন –  ওড়িশার বালেশ্বরের দুর্ঘটনার ৬ দিন পরও স্বাভাবিক হয় নি বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল।  যার জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও বাতিল করা হল বেশ কিছু ট্রেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে বাতিল ট্রেনের তালিকা জানিয়ে দেওয়া হয় রেল দফতরের তরফে।

রেলের তালিকা অনুযায়ী, বাহানগা বাজার স্টেশনে মেরামতির জন্য শুক্রবার খড়্গপুর-ভদ্রক বিভাগে মোট ২৬টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল— 

বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস

বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল

বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল

শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

দিঘা-বিশাখাপত্তনম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস

হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস

হাওড়া-মাইসুরু সুপারফাস্ট এক্সপ্রেস

হাওড়া-ভদ্রক এক্সপ্রেস

জলেশ্বর-পুরী মেমু স্পেশাল

খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস

খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস

শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস

শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস

সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস

ভদ্রক-হাওড়া এক্সপ্রেস

জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস

ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস

পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস

ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল

পুরী-জলেশ্বর মেমু স্পেশাল

পুরী-পটনা স্পেশাল

পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস

খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস

ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল

পুরুলিয়া-ভিলুপ্পুরম দ্বিসাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস

এ ছাড়াও খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশালের যাত্রাপথ কমানো হয়েছে। ওই ট্রেন ২ টি শুক্রবার বালেশ্বর পর্যন্ত চলবে।