সিবিআই দিল্লি পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনের ৬ নম্বর ধারায় বলা আছে, কোনও রাজ্যে তদন্তের জন্য সিবিআইকে সেই রাজ্যের সরকারের অনুমতি নিতে হবে। এটাই হল জেনারেল কনসেন্ট।
গত বুধবার ছিল বিহার বিধানসভায় নীতীশ সরকারের আস্থা ভোট।সে দিনই সাত সকালে সিবিআই হানা দেয় লালু প্রসাদের ঘনিষ্ঠ আরজেডি নেতাদের বাড়িতে। তারপরই জেনারেল কনসেন্ট প্রত্যাহারের বিষয়ে কথা হয়েছে। সরকারের প্রধান দুই শরিক আরজেডি ও জেডিইউ এই ব্যাপারে সহমত হয়েছে বলে সূত্রের দাবি।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্য আগেই এই অনুমতি প্রত্যাহার করে নেয়। বাকি রাজ্যগুলি হল, পাঞ্জাব, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মিজোরাম, ছত্তিশগড়।
Advertisement
Advertisement
Advertisement



