• facebook
  • twitter
Friday, 5 December, 2025

শেয়ার বাজারে বড় সড় উত্থান

মুম্বাই, ১১ সেপ্টেম্বর – জি-২০ সম্মেলনে শেষে শীর্ষে  উঠল নিফটি।  সোমবার বাজার খুলতেই ম্যাজিক দেখায় শেয়ার বাজার । এই নিয়ে টানা সপ্তম দিন ঊর্ধ্বগতি বজায় রাখল সেনসেক্স । সপ্তাহের প্রথম দিন ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্যদিকে প্রথমবার ২০ হাজারের ঊর্ধ্বসীমা অতিক্রম করল নিফটি । বম্বে স্টক এক্সচেঞ্জে  শীর্ষে থাকা ইডটিলিটির লাভের

মুম্বাই, ১১ সেপ্টেম্বর – জি-২০ সম্মেলনে শেষে শীর্ষে  উঠল নিফটি।  সোমবার বাজার খুলতেই ম্যাজিক দেখায় শেয়ার বাজার । এই নিয়ে টানা সপ্তম দিন ঊর্ধ্বগতি বজায় রাখল সেনসেক্স । সপ্তাহের প্রথম দিন ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্যদিকে প্রথমবার ২০ হাজারের ঊর্ধ্বসীমা অতিক্রম করল নিফটি ।

বম্বে স্টক এক্সচেঞ্জে  শীর্ষে থাকা ইডটিলিটির লাভের পরিমাণ ২.৪৩ শতাংশ। এর পর রয়েছে যথাক্রমে টেলিকম, পাওয়ার, অটো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে  এই তালিকায় রয়েছে সরকারি ব্যাংক, মেটাল, অটো। নিফটিতে সরকারি ব্যাংকের লাভের পরিমাণ ৩.১৩ শতাংশে পৌঁছেছে। সব মিলিয়ে ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শুক্রবার শেষ করল সেনসেক্স।

Advertisement

নিফটিতে লাভের তালিকায় রয়েছে আদানি পোর্ট, আদানি এন্টারপ্রাইজ়, পাওয়ার গ্রিড, অ্যাপোলো হসপিটালস। নিফটি সর্বকালের ঊর্ধ্বসীমা ২০০০৮.১৫-তে পৌঁছেছে। একদিনে লাভের পরিমান ১৮৮.২ পয়েন্ট কিংবা ০.৯৪ শতাংশ। উল্লেখ্য, সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাংক , মারুতি সুজুকি, এইচসিএলটেক, স্টেট ব্যাংক। সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনের ছাপ পড়েছে শেয়ার বাজারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সদ্য সমাপ্ত শীর্ষ সম্মেলনে ইউরোপ-মধ্যপ্রাচ্য-ভারত বাণিজ্য করিডরে সহমত হয়েছে একাধিক দেশ। যা ভারতের দেড়শো কোটি জনতার বাজারকে প্রভাবিত করবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement