শীতলকুচি গুলি কাণ্ডে আগাম জামিন ৬ সিআইএসএফ জওয়ানের

কোচবিহার,১২ এপ্রিল — ২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন ভোটগ্রহণের সময়ে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথ। অভিযোগ, সেখানে সিআইএসএফ পরিস্থিতি সামাল দিতে গুলি চালিয়েছিল। সেই ঘটনাতেই ৬ জন সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত। এরপর তাঁরা আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।

সেই ছ’জন সিআইএসএফ জওয়ানের জামিন হল । বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সূত্রের খবর, সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ জওয়ানদের জড়িত থাকার প্রমাণ না মেলায় তাঁদের আগাম জামিন দেওয়া হয়েছে বলে খবর।

গত প্রায় দু’বছরে শীতলকুচি কাণ্ড নিয়ে বহু বিতর্ক হয়েছে। রাজ্যের শাসকদল এবং স্থানীয়দের দাবি ছিল, ভোটের দিন গন্ডগোলের ঘটনায় অতি সক্রিয়তা দেখিয়েছিল সিআইএসএফ। গুলি চালনার মতো তেমন কিছুই ঘটেনি। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী এ বিষয়ে বলে, তাঁদের উপরে হামলা চালিয়েছিল উন্মত্ত জনতা। তাই আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছিল।