এলাকার সার্কেল অফিসার অমিত চৌরাশিয়া জানান, “ওই পরিবারের সকলে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন শুক্রবার ভোরে। তখনই দুর্ঘটনাটি ঘটে। মনে করা হচ্ছে, মোটরসাইকেলটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারায় অথবা অন্য কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছিল।”
ওই অফিসার জানিয়েছেন, মৃতদের সকলেরই মাথায় গুরুতর চোট রয়েছে। দেহগুলি উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতেরা হলেন রঘুবীর(৩৪), তাঁর স্ত্রী জ্যোতি (৩০), জুলি(৩৬)। মৃত্যু হয়েছে রঘুবীর ও জ্যোতির সন্তানদেরও। তারা হল বছর তিনেকের অভি এবং মাত্র পাঁচ বছর বয়সি কৃষ্ণ।
Advertisement
Advertisement
Advertisement



