• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

একে অপরকে বাঁচাতে গিয়ে মৃত্যু  ৪ খুদে ভাইবোনের

লখনউ, ২০ নভেম্বর– ফাঁকা বাডি় থেকে উদ্ধার চার ভাইবোনের দেহ৷ মনে করা হচ্ছে, একে অপরকে বাঁচাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয় ৪ খুদের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নাও  জেলার লালমানখেদা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার এবং শিবদেবী৷ তাঁদের চার সন্তান- ময়ঙ্ক (৯), হিংমাশী (৮), হিমাঙ্ক (৬) ও মানসী(৪)৷ রবিবার দুপুরে বাডি়

লখনউ, ২০ নভেম্বর– ফাঁকা বাডি় থেকে উদ্ধার চার ভাইবোনের দেহ৷ মনে করা হচ্ছে, একে অপরকে বাঁচাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয় ৪ খুদের৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উন্নাও  জেলার লালমানখেদা গ্রামের বাসিন্দা বীরেন্দ্র কুমার এবং শিবদেবী৷ তাঁদের চার সন্তান- ময়ঙ্ক (৯), হিংমাশী (৮), হিমাঙ্ক (৬) ও মানসী(৪)৷ রবিবার দুপুরে বাডি় ফাঁকা ছিল৷ বিকেলে ফিরে এসে দেখেন তাঁদের চার সন্তান মৃত অবস্থায় মাটিতে পডে় রয়েছে৷ সঙ্গে সঙ্গে তাঁরা প্রতিবেশীদের খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়৷ বড়সাগরের এসএইচও দিলীপ কুমার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টেবিলে রাখে একটি পাখা থেকে বিদু্যৎস্পৃষ্ট হয়েছে চারজন৷ ভাইবোন একে অপরকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটতে পারে৷