মুম্বাই , ১৫ ফেব্রুয়ারি — ৪৩ তলা উঁচু থেকে কংক্রিটের স্ল্যাব নীচে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। মুম্বাইয়ে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ওরলির ডক্টর ই মোজেস রোডের একটি নির্মীয়মান বহুতলের সামনে। পাথর পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ধারে রাখা দুটি ট্যাক্সিও। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনা ঘটে. নির্মীয়মান বহুতলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন সাধারণ মানুষ। আচমকাই ৪৩ তলা উঁচু থেকে বেশ কিছু কংক্রিটের স্ল্যাব নীচে এসে সোজা এসে পড়ে দুই ব্যক্তির মাথায়। সঙ্গে সঙ্গে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন, চারিদিক রক্তে ভেসে যায় । এলাকার মানুষই চিকিৎসক ও অ্যাম্বুলেন্স খবর দেন। চিকিৎসক এসে দেখেন ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য নায়ার হাসপাতালে পাঠানো হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Advertisement
Advertisement



