• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বক্সারের জঙ্গলে ছাড়া হল বল্লভপুর ডিয়ার পার্কের ১০৪ চিতল হরিণ 

আলিপুরদুয়ার, ২০ মার্চ —  ১০৪ টি চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। এবার প্রশ্ন উঠছে তবে কি বাঘ ছাড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই বাঘের প্রিয় খাবার হিসেপে চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। যদিও বনদপ্তর সূত্রে এনিয়ে এখনও কিছু জানানো হয়নি। গত ১৭ ই মার্চ ৮৬ টি চিতল হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে। এদিন ছাড়া হল

আলিপুরদুয়ার, ২০ মার্চ —  ১০৪ টি চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। এবার প্রশ্ন উঠছে তবে কি বাঘ ছাড়ার প্রক্রিয়ার অংশ হিসেবেই বাঘের প্রিয় খাবার হিসেপে চিতল হরিণ ছাড়া হল বক্সার জঙ্গলে। যদিও বনদপ্তর সূত্রে এনিয়ে এখনও কিছু জানানো হয়নি। গত ১৭ ই মার্চ ৮৬ টি চিতল হরিণ ছাড়া হয়েছিল বক্সার জঙ্গলে। এদিন ছাড়া হল ১০৪টি হরিণ।  বীরভূমের বল্লভপুর ডিয়ার পার্ক  থেকে হরিণ গুলি আনা হয়েছে। কয়েকদিনের মধ্যে দুই দফায় ১৯০ টি হরিণ বক্সার গভীর জঙ্গলে ছাড়া হয়েছে। আগেও প্রায় ৫০০ টির মতো হরিণ বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল। বক্সা টাইগার রিজার্ভের বনকর্তা পারভিন কাশোয়ান জানিয়েছেন, চারটি বড় গাড়িতে করে বল্লভপুর থেকে হরিণগুলি এনে এদিন বক্সার জঙ্গলে ছাড়া হয়েছে।

Advertisement

Advertisement