• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

১০ বছর প্র্যাকটিস নকল আইনজীবীর 

মুম্বাই, ১৯ সেপ্টেম্বর– আইন রক্ষার কাজে নেমেছেন অথচ তিনি নিজেই বেয়াইনি। ভুয়ো লাইসেন্স দেখিয়ে ওকালতি করলেও ধরা পড়লেন ১০ বছর পর।  অভিযুক্তের ৭২ বছর বয়েসী মন্দাকিনী কাশীনাথ সোহিনী। তিনি মুম্বইয়ের  বান্দ্রার পালি হিলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময় ধরে নকল আইনজীবীর লাইসেন্স দেখিয়েই উকিল হিসাবে কাজ করে আসছিলেন ওই মহিলা। প্রতিবারই মক্কেলদের

মুম্বাই, ১৯ সেপ্টেম্বর– আইন রক্ষার কাজে নেমেছেন অথচ তিনি নিজেই বেয়াইনি। ভুয়ো লাইসেন্স দেখিয়ে ওকালতি করলেও ধরা পড়লেন ১০ বছর পর। 

অভিযুক্তের ৭২ বছর বয়েসী মন্দাকিনী কাশীনাথ সোহিনী। তিনি মুম্বইয়ের  বান্দ্রার পালি হিলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত এক দশকেরও বেশি সময় ধরে নকল আইনজীবীর লাইসেন্স দেখিয়েই উকিল হিসাবে কাজ করে আসছিলেন ওই মহিলা। প্রতিবারই মক্কেলদের হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সময় আদালতে জাল ওকালতনামা জমা দিতেন তিনি, জানিয়েছে পুলিশ।

Advertisement

জানা গেছে, গত জুলাই মাসেই সোহিনীর আইনজীবীর লাইসেন্স ভুয়ো বলে দাবি জানিয়ে তা চ্যালেঞ্জ করে এফআইআর দায়ের করেন বরিভলি আদালতের আইনজীবী আকবরআলি মহম্মদ খান। এরপর তাঁর যাবতীয় তথ্য ভেরিফিকেশনের জন্য মহারাষ্ট্র এবং গোয়ার বার কাউন্সিলের পাঠায় পুলিশ।

Advertisement

Advertisement