শ্রীনগর, ১০ অক্টোবর – লাদাখে তুষারধসের জেরে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। আরও ৩ জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন। লাদাখে কুন পর্বতে ভয়াবহ তুষারধসের জেরেই ঘটনাটি ঘটেছে বলে সেনার তরফে জানানো হয়। ৩ নিখোঁজ সেনার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে যে, তুষারপাতের সময় হাই আল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল এবং আর্মি অ্যাডভেঞ্চার উইংয়ের প্রায় ৪০ জন সেনার একটি দলের মাউন্ট কুনের কাছে প্রশিক্ষণ চলছিল। সেই সময় তুষারধস নামে।