নিউ দিল্লি: লোকসভা ভোটের আগে ‘নমো অ্যাপ’-র মাধ্যমে ‘জন মন সার্ভে’ নামক জনমত সমীক্ষা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত দশ বছরে মোদী সরকারের পারফরম্যান্স কেমন? তা জানতে চান দেশবাসীর মতামত জানতে চান তিনি। মোদ্দা কথায়, ভোটের আগে জনতার রিপোর্ট কার্ড হাতে পেতে চান প্রধানমন্ত্রী। সেজন্য এই অ্যাপের মাধ্যমে দেশবাসীকে পারফরম্যান্স সমীক্ষায় অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর কাছে এই আহবান জানিয়েছেন তিনি।
লোকসভা ভোটের আগে জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী
