• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত

মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘােষণা করেছে। মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ হবে।

সুপ্রীম কোর্ট (File Photo: AFP) এবং প্রতীকী ছবি (File Photo: IANS)

মারণ ভাইরাস করােনা সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই বেশিরভাগ রাজ্য সরকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল ঘােষণা করেছে। মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ২১ টি রাজ্যের বাের্ডকে নির্দেশ দিলাে-দশদিনের মধ্যে মূল্যায়নের পদ্ধতি জানাতে হবে।

পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করতে হবে। তবে ৬ টি রাজ্য পড়ুয়াদের পরীক্ষা বাতিল করায় তাদের পক্ষে এই নির্দেশ কার্যকর হবে না। সিবিএসই এবং আইসিএসই বাের্ডের মূল্যায়নের ধরণ এবং ফলাফল প্রকাশের দিনক্ষণ নিয়ে কোন হস্তক্ষেপ করবেনা শীর্ষ আদালত রাজ্যের বাের্ডের পরীক্ষায়।

Advertisement

পড়ুয়াদের একাংশ অফলাইনে পরীক্ষা দেওয়ার আবেদন রেখেছিল শীর্ষ আদালতের কাছে। তবে আদালত তা এদিন খারিজ করে দেয়। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২১ টি রাজ্যের বাের্ড দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ফলাফল প্রকাশ করবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলাে।

Advertisement

Advertisement