আপাতত বাতিল পিজি নেট পরীক্ষা

করােনা পরিস্থিতিতে চার মাস পিছিয়ে দেওয়া হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট। ৩১ আগস্টের আগে হবে না এই পরীক্ষা। পরীক্ষার নতুন দিন পরে ঠিক করা হবে।

Written by SNS Kolkata | May 4, 2021 5:18 pm

প্রতীকী ছবি (File Photo: iStock)

করােনা পরিস্থিতিতে চার মাস পিছিয়ে দেওয়া হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট। ৩১ আগস্টের আগে হবে না এই পরীক্ষা। পরীক্ষার নতুন দিন পরে ঠিক করা হবে। দিন ঠিক হওয়ার পর ১ মাস প্রস্তুতি নেওয়ার সময় পাবেন পয়ারা।

সােমবার এমনটাই জানানাে হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। তারপর সােমবারই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। করােনার দ্বিতীয় ঢেউ যত বড় আকার নিচ্ছে চিকিৎসা পরিষেবা সামাল দিতে ততই হিমশিম খেতে হচ্ছে।

চিকিৎসক, নার্স বা অন্যান্য চিকিৎসা কর্মীর অভাব দেখা দিচ্ছে। তাই এবার করােনার চিকিৎসার জন্য সদ্য পাশ করা বা চূড়ান্ত বর্ষের পদের নিয়ে আসার কথা ভাবা হয়েছে। মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে যােগাযােগ করে তাঁদের এই কাজে নিযুক্ত করতে পারে রাজ্য সরকারগুলি। সরকারি নির্দেশিকায় এমনটাই জানানাে হয়েছে।