• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

২ মে মাধ্যমিক ও ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি— আগামী ২ মে মাধ্যমিক ও ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে বলে রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে৷ এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷ তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে৷ পর্ষদ থেকে

নিজস্ব প্রতিনিধি— আগামী ২ মে মাধ্যমিক ও ৮ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে বলে রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে৷ এবিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না৷ তাই মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে৷ পর্ষদ থেকে জানানো হয়েছে, আগামী ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হবে৷ সবকিছু ঠিক থাকলে ৮০ দিনের মধ্যে মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে৷ অপরদিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হয় ২৯ ফেব্রুয়ারি৷ ফল প্রকাশ হবে ৮ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরনোর পর সকলেই তাড়াহুড়ো করেন রেজাল্ট দেখার জন্য৷ নিজের রেজাল্ট দেখার জন্য অনেক সময় একাধিকবার চেষ্টা করতে হয়৷ অনলাইনে https://wbresults.nic.in/ ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে৷