মূল্যায়নের নিরিখেই নম্বর দেওয়া হােক দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের : সুপ্রিম কোর্ট

বাের্ড যে মুল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে বলে দেশের শীর্ষ আদালতকে জানিয়েছে, সেই পদ্ধতি বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত বলে আখ্যা দিল দেশের শীর্ষ আদালত।

Written by SNS Delhi | June 23, 2021 5:51 pm

সুপ্রীম কোর্ট (File Photo: AFP)

সিবিএসই এবং আইসিএসই বাের্ডের দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মূল্যায়ন পদ্ধতিকেই সিলমােহর দিল সুপ্রিম কোর্ট। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নম্বর দেওয়ার ক্ষেত্রে দুই বাের্ড যে মুল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে বলে দেশের শীর্ষ আদালতকে জানিয়েছে, সেই পদ্ধতি বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত বলে আখ্যা দিল দেশের শীর্ষ আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর অবকাশকালীন বেঞ্চ এই রায় দেয়। করােনা পরিস্থিতিতে চলতি বছরের সিবিএসই এবং আইসিএসই বাের্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল বলে ঘােষণা করা হয়েছে।

তার পরিবর্তে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে দ্বাদশের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল সিবিএসই এবং আইসিএসই বাের্ড কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পড়ুয়া এবং অভিভাবকরা।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মূল্যায়ন পদ্ধতির যে প্রস্তাব বাের্ড দিয়েছে, তা যুক্তিসঙ্গত এবং সঙ্গতিপূর্ণ।