• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রসায়নের সফল সাধক ড. আশুতোষ দত্ত

তাপস রায় তিনি বলেন, এ জীবনটাই একটা ইকুয়েশন! তবে তার মতে, গণিতের নিয়ম মাফিক মিলিয়ে দেওয়ার চেয়েও জীবন নামক এই সমীকরণে বেশি প্রয়োজন মিশে যাওয়ার৷ তাই রাজ্য সরকার থেকে প্রাপ্ত শিক্ষারত্ন উপাধিধারী বিজ্ঞানের একজন প্রথিতযশা শিক্ষক হয়েও নিতান্ত এক শিক্ষার্থীর মত সমাজের সাধারণের মধ্যে মিশে থাকতেই বেশি ভালোবাসেন বিজ্ঞানী ডঃ আশুতোষ দত্ত৷Advertisement তাই কখনো কখনো

তাপস রায়

তিনি বলেন, এ জীবনটাই একটা ইকুয়েশন! তবে তার মতে, গণিতের নিয়ম মাফিক মিলিয়ে দেওয়ার চেয়েও জীবন নামক এই সমীকরণে বেশি প্রয়োজন মিশে যাওয়ার৷ তাই রাজ্য সরকার থেকে প্রাপ্ত শিক্ষারত্ন উপাধিধারী বিজ্ঞানের একজন প্রথিতযশা শিক্ষক হয়েও নিতান্ত এক শিক্ষার্থীর মত সমাজের সাধারণের মধ্যে মিশে থাকতেই বেশি ভালোবাসেন বিজ্ঞানী ডঃ আশুতোষ দত্ত৷

Advertisement

তাই কখনো কখনো তাকে দেখা যায় একেবারে কাছের মানুষ হয়ে আগামী প্রজন্মের হাতে তিনি তুলে দিচ্ছেন প্রকৃতিকে বাঁচানোর এক সহজ অথচ উল্লেখযোগ্য ব্রহ্মাস্ত্র বেশকিছু গাছের চারা৷ রসায়নের এক কৃতী ছাত্র ডঃ দত্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি আমবাডি় ধনীরাম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব সামলে তার প্রিয় বিষয় রসায়নকে কাজে লাগিয়ে পরপর দু-দুটো বায়োকেমিক চিকিৎসা সংক্রান্ত বই লিখে শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা সহ বিশ্বের দরবারে বাংলা ও বাঙালিকে এগিয়ে রাখার দৌডে় নিজেকে সামিল করেছেন৷ তাই এরকম একজন বাঙালি যে তার নিজের কাজের জন্য অজস্র সেরা স্বীকৃতির অধিকার হবেন সে কথা বলাই বাহুল্য৷ এবার ১১ ই এপ্রিল পবিত্র ঈদের সন্ধ্যায় তাকে আবার বাংলার অন্যতম সেরা সম্মেলনে দেখতে পাওয়া গেল স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের সহযোগিতায় ভিশন অফ বেঙ্গল আয়োজিত একটি বিশেষ সম্মান মঞ্চ থেকে ‘বিশ্ববঙ্গ গৌরব সম্মান’ গ্রহণ করতে৷ এদিন কলেজ স্কোয়ারের মহাবোধি সোসাইটি হলে আয়োজিত এই সম্মান অনুষ্ঠানের মঞ্চে ডঃ দত্তের পাশাপাশি উপস্থিত থাকতে দেখা যায় সাহিত্যিক নলিনী বেরা, সাহিত্যিক সুপর্ণা সেনগুপ্ত, কবি সঙ্গীতভারতী দীপশ্রী পাল, সাংবাদিক অনিশ ঘোষ, সরোজ চক্রবর্তী, কলকাতা পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক, ডাঃ প্রসেনজিৎ সরকার, শিক্ষাবিদ সঞ্চালক বংশীবদন চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনকে৷

Advertisement

Advertisement