কেন বাতিল ওএমআর শিট? এসএসসির কাজে স্তম্ভিত শীর্ষ আদালত

Written by SNS May 7, 2024 1:30 pm

দিল্লি, ৭ মে:  গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের রায়ে একধাক্কায় চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। তারপরেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং এসএসসিও। গত সপ্তাহে সেই মামলার প্রেক্ষিতে চাকরি বাতিলের উপর কোনো স্থগিতাদেশ না দিলেও মন্ত্রীসভার তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

আজ ফের সেই মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত এদিন কার্যত রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের কাজে বিষ্ময় প্রকাশ করেন। আদালতের পর্যবেক্ষণ, “এসএসসি দায়ত্ববানের মতো কাজ করেনি। যে কেউ অফিসে ঢুকে যাচ্ছে। এটা কী করে সম্ভব? পাশাপাশি ঠিক কী কারণে ওএমআর শিট নষ্ট করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।