• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

মহিলাদের শিক্ষা

মহিলা সমিতিগুলির আওতায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা হােক যেখানে দরিদ্র মহিলা এবং বিধবারা জীবনধারণের উপযােগী হাতের কাজ শিখতে পারবেন।

প্রতীকী ছবি (Photo: iStock)

দেশে মহিলাদের শিক্ষার বর্তমান অবস্থা এবং উন্নতির উপায় সম্বন্ধে আলােচনার জন্য সম্প্রতি লাহােরে একটি মিটিং আয়ােজিত হয়েছিল যাতে পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলের মহিলারা যােগ দিয়েছিলেন। বিরাট সংখ্যক মহিলা এই মিটিংয়ে যােগ দিয়েছিলেন।

মিটিংয়ে একাধিক প্রস্তাব পাশ হয়েছে। সেগুলির মধ্যে কয়েকটি ছিল এরকম। দেশে নারী শিক্ষার প্রসারের জন্য সরকারি উদ্যোগে মহিলাদের সামিল করা হােক এবং এই মর্মে শিক্ষা বিভাগকে নির্দেশ দিক ভারত সরকার। এছাড়া ১৯১৩ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষা বিভাগ যে প্রস্তাব পাশ করেছিল সেটি অনুসারে বালিকাদের শিক্ষার ব্যবস্থা করা হােক।

Advertisement

এছাড়া বালিকাদের জন্য হাইস্কুল প্রতিষ্ঠা, নারী শিক্ষার প্রসারে উদার হস্তে স্কলারশিপের ব্যবস্থা করা এবং মহিলা সমিতিগুলির আওতায় কারিগরি স্কুল প্রতিষ্ঠা হােক যেখানে দরিদ্র মহিলা এবং বিধবারা জীবনধারণের উপযােগী হাতের কাজ শিখতে পারবেন।

Advertisement

Advertisement