বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দু’জন। সোমবার সন্ধ্যায় হুগলি জেলার চুচুড়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তামলীপাড়া ঘাট সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অনুরাগ কুমার সিং (২২)। ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। তাঁর কর্মস্থল ছিল জম্মু ও কাশ্মীর। তিন বছর ধরে সেখানেই রয়েছেন অনুরাগ। পুজোর ছুটিতে বাড়ি ফেরেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ময়ূরপঙ্খী ঘাট থেকে তিনটি বাইক দ্রুতগতিতে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল। তার মধ্যে দুটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটারে ধাক্কা মারে। এর জেরে সবকটি গাড়িই উল্টে যায়। বাইক দু’টির মধ্যে একটিতে ছিলেন অনুরাগ। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই অনুরাগকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হুগলি-চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।