• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আত্মহত্যা যুবকের, প্রতিবেশীদের প্রহার বৌদি ও ছেলেকে

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাটে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বৌদি এবং নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।

ফাইল ছবি

যুবকের ঝুলন্ত দেহকে ঘিরে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার বসিরহাটের ন্যাজাটে। যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বৌদি এবং নাবালক ছেলেকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ন্যাজাটের হারদার পাড়ায় নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলরাম দাস (৩২) নামে এক যুবককে। তারপর তাঁর দাদা বৌদি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। কেন প্রতিবেশীদের কিছু না জানিয়ে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হল এই দাবিতে সরব হয় এলাকাবাসী। অভিযোগ, মৃতের বৌদি অপর্ণা দাস ও তাঁর নাবালক ছেলেকে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িতেও।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, সম্পত্তিগত বিবাদের কারণে যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উদ্ধার করা হয় মৃতের বৌদি এবং ছেলেকে। দুজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য। অন্যদিকে মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement