নিউটাউনে বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। বিশ্ব বাংলা মোড়ের কাছে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বনশ্রী পাল। তিনি নিউটাউনের একটি বেসরকারি সংস্থার কর্মরত ছিলেন। বুধবারও নিউটাউনে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। নিউটাউনের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের বাইকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। হাওড়ার বাসিন্দা ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী একটি সরকারি বাস পিছন থেকে বনশ্রীকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। বাসের চাকায় পিষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।