স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত

স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে।

মৃতার নাম প্রমিলা ওঁরাও। তাঁর স্বামীর নাম রাজকুমার ওঁরাও। তাঁরা জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই বাজার এলাকায় থাকতেন। বৃহস্পতিবার সকালে স্বামী–স্ত্রী করম পুজোর মেলায় গিয়েছিলেন। বাড়িতে ফেরার পর হঠাৎ কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়।

সেই সময়ই কুড়ুল নিয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাজকুমার। স্ত্রীকে এলোপাথারি কোপাতে শুরু করেন। প্রমিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে চম্পট দেন রাজকুমার। স্থানীয়রা এসে গুরুতর জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।