• facebook
  • twitter
Tuesday, 19 August, 2025

জল বাড়ল দামোদরে, তলিয়ে গেল ১৩টি বালির ট্রাক

দামোদর নদের বিভিন্ন ঘাটে বালি উত্তোলন প্রায় বন্ধ। জল বেড়ে যাওয়ায় গলসির কাছে বালিবোঝাই বেশ কয়েকটি ট্রাক পুরোপুরি জলের তলায়।

ডিভিসি থেকে জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠছে দামোদর নদের জলে। আর জলস্তর বেড়ে যাওয়ায় পূর্ব বর্ধমানের দামোদর লাগোয়া গ্রামগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দামোদর নদের বিভিন্ন ঘাটে বালি উত্তোলন প্রায় বন্ধ। জল বেড়ে যাওয়ায় গলসির কাছে বালি বোঝাই বেশ কয়েকটি ট্রাক পুরোপুরি জলের তলায়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁধ সংলগ্ন গ্রামগুলিতে।

ডিভিসির হেড ওয়ার্কস ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তর ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ১৫ জুন সকালে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ার বিজ্ঞপ্তি জারি করেছিল। এই মর্মে গত ১২ জুন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলা প্রশাসনকে নোটিস দিয়ে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছিল। এরই মধ্যে নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ড সহ পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানে শুরু হয় টানা বৃষ্টি। জেলা প্রশাসনগুলোর পক্ষ থেকেও দামোদর নদে বালি উত্তোলনের ক্ষেত্রে সমস্ত ইজারাদারদের সতর্ক করা হয়। নদী থেকে বালি উত্তোলনের মেসিন ও অন্যান্য সামগ্রী সাময়িক সরিয়ে নেওয়ার জন্যও পরামর্শও দেওয়া হয়।

যদিও বর্ষাকালীন নদী থেকে বালি উত্তোলন বন্ধের কোন নির্দেশিকা জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়নি। কিন্তু মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে পর্যায়ক্রমে জল ছাড়ার পরই নদের জল বাড়তে শুরু করে। পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় নদীর মধ্যে থাকা অস্থায়ী বাঁশের সেতু জলের তোড়ে ভেঙে ভেসে যায়। পাশাপশি পূর্ব বর্ধমানের গলসি থানার শিল্লা ও গোহগ্রাম এলাকাতেও বালি ঘাটের বেশ কয়েকটি অস্থায়ী রাস্তা জলের তোরে ভেঙে ডুবে যায়। আর এরই মাঝে বুধবার সন্ধ্যার পর থেকে দামোদরের জল বাড়তে থাকায় গলসির শিকারপুরে সোন্দা এলাকায় একটি বালি খাদানে দাঁড়িয়ে থাকা ১৩টি বালির লরি জলের মধ্যে আটকে পড়ে। পরে সেগুলি সম্পূর্ণ জলের তলায় চলে যায় বৃহস্পতিবার।

বৃহঃস্পতিবার সকালে তিনটি লরিকে জল থেকে ক্রেনের সাহায্যে টেনে তুলে আনতে সক্ষম হলেও, বাকি লরিগুলোকে নদী থেকে বের করে আনা যায়নি বলেই স্থানীয় সূত্রে জানতে পারা গেছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের নির্দেশ ও সতর্কতা উপেক্ষা করে ইজারাদার কিভাবে বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছিল নদী থেকে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে বর্ধমান-১ ব্লকের বড়শুল এলাকায় দামোদরের বুকে একটি বালি খাদানের মধ্যেই রাখা দুটি জেসিবি মেসিন জলের মধ্যে আটকে পড়েছে বলে সূত্রের খবর। ফলে দামোদরের জল বাড়ার সাথে সাথে বালি ঘাটগুলির যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত ছিল সেগুলি না নেওয়ায় দু’একটি জায়গায় বিপর্যয় ঘটেছে বলে মনে করছে স্থানীয় এলাকাবাসী থেকে প্রশাসনের একাংশ।

News Hub