• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

কাঁটাতার টপকে রায়গঞ্জে, ধৃত দুই অসুস্থ বাংলাদেশী বৃদ্ধা

পুলিশ ধৃত কাঞ্চবালা ও তাঁর সঙ্গীকে আদালতে হাজির করালে জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত কাঞ্চবালা ও তাঁর সঙ্গী পুলিশি জানিয়েছে, তাঁর ছেলে ১৯৯৯ সাল থেকে হেমতাবাদে থাকেন।

ধৃত দুই অসুস্থ বাংলাদেশী বৃদ্ধা

বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে। বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর ঘটতে থাকা নির্মম অত্যাচারের ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। বাংলাদেশের আতঙ্কিত পরিবেশ থেকে বাঁচতে প্রায়ই বাংলাদেশী নাগরিকরা অবৈধ ভাবে ভারতে ঢোকার চেষ্টা করছেন। এবার অশক্ত শরীরেও কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে গ্রেপ্তার হলেন বাংলাদেশী দুই বৃদ্ধা।

জানা গিয়েছে, শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সীমান্ত থেকে দুই বাংলাদেশি বৃদ্ধাকে অনু্প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। পরে বিএসএফের তরফে ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ ধৃত কাঞ্চবালা ও তাঁর সঙ্গীকে আদালতে হাজির করালে জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃত কাঞ্চবালা ও তাঁর সঙ্গী পুলিশি জানিয়েছে, তাঁর ছেলে ১৯৯৯ সাল থেকে হেমতাবাদে থাকেন। বাংলাদেশে অশান্তির জন্যই তিনি এদেশে ছেলের কাছে পালিয়ে এসেছেন। খবর পেয়ে হেমতাবাদ থেকে হাজির হন কাঞ্চবালার ছেলে সুরেন্দ্র বর্মণও। তবে অনুপ্রবেশের অভিযোগ থাকায় আদালত তাঁর মায়ের জামিন মঞ্জুর করেনি।

Advertisement

প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনের জেরে গত অগস্টে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও শান্তি ফেরেনি। প্রতিদিন হিংসার বলি হচ্ছেন বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘু মানুষরা। এরফলে প্রাণ বাঁচাতে তাঁরা সাঁতরে বা কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন।

Advertisement