• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাঁকুড়ায় মোটরবাইক–টলির সংঘর্ষে গুরুতর আহত ১, আশঙ্কাজনক ১

ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুই ব্যক্তিকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

প্রতীকী চিত্র

শুক্রবার দুপুরে বাঁকুড়ার কোতুলপুর থানার রামচক মোড় এলাকায় মোটরবাইক ও ট্রলির জোরালো সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন দুই ব্যক্তি। একই দিক থেকে যাওয়া ওই দুই গাড়ির মধ্যে আচমকা সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকটি হঠাৎই সজোরে ট্রলির পিছনে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মোটরবাইক চালক ছিটকে কয়েক মিটার দূরে গিয়ে পড়েন। দুর্ঘটনার অভিঘাতে মোটরবাইক ও ট্রলির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

Advertisement

ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দুই ব্যক্তিকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোটরবাইক চালকের চোট গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়েছে। অন্যদিকে, ট্রলি চালক কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘ট্রলি ও মোটরবাইক একই দিকে যাচ্ছিল। আচমকাই মোটরবাইকটি ট্রলির পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক আরোহী দূরে ছিটকে পড়ে।’ তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

Advertisement