• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার দুই রোহিঙ্গা

কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার দুই রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন তাঁরা।

কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার দুই রোহিঙ্গা। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসেছিলেন তাঁরা। এখান থেকে নেপাল যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম – মোহাম্মদ রেডওয়ান (২৪) ও ফরমিনা আক্তার (২৭)। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন দু’জনে। তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কীভাবে এবং কী কারণে তাঁরা ভারতে এসেছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কুচলিবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত টপকে ভারতে এসেছিলেন দুই রোহিঙ্গা। রবিবার ধাপড়া বাজার এলাকায় শিলিগুড়ি যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ওই দু’জনকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় কুচলিবাড়ি থানায়। পুলিশ এসে দুই রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

Advertisement

এর আগে ফেব্রুয়ারি মাসে শিয়ালদহ স্টেশন থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের দাবি, তাঁরা উচ্চশিক্ষার জন‌্য ভারতে এসেছিলেন। তাঁরা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ‌ক‌্যাম্পে বসবাস করতেন। সিলেটের বাসিন্দা দালাল সহিল খানের তৎপরতায় মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে আসেন ওই দুই যুবক। এরপর গুয়াহাটি থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে শিয়ালদহ আসেন তাঁরা।

Advertisement

Advertisement