দুটি লরির মুখোমুখি সংঘর্ষ মেদিনীপুরে

প্রতীকী চিত্র

একটি আলু বোঝাই লরি ও একটি ধান বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। আহত হয়েছেন গাড়ির চালক। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ভোরে গোয়ালতোড় হাসপাতালের সামনে ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর লরির মধ্যেই আটকে ছিলেন আহতরা। পুলিশে খবর দেওয়া হয়েছিল। ক্রেনের সাহায্যে লরি সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর আবহে একের পর এক দুর্ঘটনার খবর সামনে এসেছে। কল্যাণীতে ঠাকুর দেখে ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে। এর ফলে করিমপুরের বাসিন্দা সুজিত কুমার বিশ্বাস নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর পরিবারের আরও চার সদস্য।