পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু জল দু’জনের। পুরাতন মালদহ থানার ১২ নম্বর জাতীয় সড়কের ছোট সুজাপুর বাইপাস রোড এলাকায় সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সুলতান মণ্ডল (২৫) এবং আব্বাস আলি (২৬)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির চালক ও খালাসি ছিলেন। ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সোমবার সকালে মালবোঝাই ট্রাকটি মালদহ থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। ফরাক্কার দিকে যাওয়ার সময় ডাম্পারটি ভুল লেনে চলে আসে। এর ফলে ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকাট আওয়াজ শুনে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা উদ্ধারের জন্য ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। সুলতান ও আব্বাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডাম্পারটি আটক করেছে পুলিশ। অন্যদিকে ধাক্কার অভিঘাতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভোরে কুয়াশা বা দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে, বাইপাস এলাকায় দ্রুত গতির গাড়ির চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।