ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। পূর্ব বর্ধমানের কুসুমগ্রাম থেকে মন্তেশ্বর যাওয়ার রাস্তায় একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় স্কুটিতে থাকা এক মহিলা ও মোটরসাইকেলে থাকা এক যুবকের। মৃতদের একজন হলেন টিঙ্কি দে (৩৩)। তাঁর বাড়ি মন্তেশ্বরে। অন্যজন জয়দেব বারুই(২৪), পূর্বস্থলী থানার পলাশবেরিয়া গ্রামে তাঁর বাড়ি।
টিঙ্কি দে সিটি গোল্ড ও ইমিটেশনের ব্যবসা করতেন। নবদ্বীপে মাল আনতে গিয়েছিলেন বন্ধুর স্কুটিতে চড়ে এবং জয়দেব বারুই মোটরসাইকেলে চড়ে কাজে যোগ দিতে মন্তেশ্বর থেকে কুসুমগ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথেই কুসুমগ্রাম ও মন্তেশ্বরের মধ্যবর্তী রাস্তায় একটি ডাম্পারের ধাক্কায় স্কুটি ও মোটর সাইকেলে থাকা দু’জনেই গুরুতর জখম হন। স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করে প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসক তাঁদের দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেইমতো তাঁদের দু’জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক টিঙ্কি দে ও জয়দেব বারুইকে মৃত বলে ঘোষণা করেন।