• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

দিল্লি থেকে ডেকে অপহরণ, সোনাখালি থেকে ধৃত দুই

দিল্লি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র

দিল্লি থেকে ডেকে এনে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর দুই যুবকের বিরুদ্ধে। অপহরণের তদন্তে নেমে ইতিমধ্যেই অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সূত্রের খবর, দিল্লিতে কাজের সূত্রে গিয়েছিল অভিযুক্ত সেলিম মোল্লা এবং সৈয়দ আজগর আলি নামে দুই যুবকে। সেখানেই তাদের সঙ্গে পরিচয় হয় সাদ্দাম মোল্লার। সাদ্দামকে সুন্দরবন ঘুরিয়ে দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিল অভিযুক্ত দুই যুবক। সেই আমন্ত্রণ রক্ষা করতেই সোমবার দিল্লি থেকে স্ত্রীকে নিয়ে ক্যানিংয়ে আসেন সাদ্দাম। অভিযোগ, সেখানেই এক চায়ের দোকানে স্ত্রীকে বসিয়ে দুই সেলিম ও আজগরের সঙ্গে বেরিয়ে যান সাদ্দাম। কিন্তু দীর্ঘক্ষণ চায়ের দোকানে বসে থাকার পরেও স্বামী আসছে না দেখে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী।

তারপর স্থানীয় বাসিন্দাদের সাহায্য যোগাযোগ করেন থানায়। অপহৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মোবাইল লোকেশন দেখে সোমবার রাতেই বাসন্তীর সোনাখালি থেকে উদ্ধার করা হয় সাদ্দামকে। তদন্তে পুলিশ জানতে পারে, অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়ার মতলবে ছিল অভিযুক্ত দুই যুবকে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা।