• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

ভীমপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি তৃণমূল কর্মীর

মদ কেনার টাকা না দেওয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ।

মদ কেনার টাকা না দেওয়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার পর থানায় অভিযোগ জানানোয় অভিযোগকারীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করল অভিযুক্ত। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার ভীমপুর থানার আসাননগর পঞ্চায়েতের নাইকুড়া বাজারে।

ওই এলাকার বাসিন্দা সুজিত বাগের অভিযোগ, শনিবার বিকালে তাঁর প্রতিবেশী হিরণ বিশ্বাস সহ বেশ কয়েকজন তাঁর কাছে মদ কেনার টাকা চায়। তিনি দিতে অস্বীকার করায় তাঁরা তাঁকে বাজারের মধ্যে ফেলে বেধড়ক মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভীমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুজিত।

অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পর রাতে বাড়ির সামনে হিরণ বিশ্বাস আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দিতে থাকে এবং কেস তুলে নেওয়ার জন্য ভয় দেখায়। প্রকাশ্যে তৃণমূল কর্মীর আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই পুলিশকে ফোন করে বিষয়টি জানানো হয়। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভীমপুর থানার পুলিশ।