• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

মর্নিং ওয়াকে বেরিয়ে পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মর্নিং ওয়াকে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মর্মান্তিক এই ঘটনাটি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের। একটি দ্রুতগামী পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের।

প্রতীকী ছবি

মর্নিং ওয়াকে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মর্মান্তিক এই ঘটনাটি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের। একটি দ্রুতগামী পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তাঁদের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পিকআপ ভ্যানের চালক। সাতসকালে এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। পিক আপ ভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন দিলীপ সাহা (৪৯), ফেকনলাল রাম (৬০) ও সুরেশ খৈতান (৬০)। তাঁদের মধ্যে সুরেশ খৈতান পেশায় চিকিৎসক। তাঁরা সকলেই হরিশ্চন্দ্রপুরের তুলসীঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন – শ্রাবণী সাহা (৪০) এবং শঙ্করপ্রসাদ কর্মকার (৪৩)। এর মধ্যে শ্রাবণীদেবী দুর্ঘটনায় মৃত দিলীপ সাহার স্ত্রী। পিক আপ ভ্যানের চালক চাঁচলের স্বরূপগঞ্জের বিষণপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল (৪০)-ও দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে দল বেঁধে হাঁটতে যেতেন ওই পাঁচজন। এদিন হাঁটার সময় দ্রুতগামী পিক ভ্যানটি সজোরে ধাক্কা মারে তিনজনকে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে ওই তিনজন বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহত মোহাম্মদ হেলাল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।