• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার

জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার হয়েছে।

জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম সোহেল কাজি, শেখ হানিফ ও হায়দার আলি মল্লিক। এরা সকলেই বর্ধমান শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে  পুলিশ বর্ধমান আদালতে পেশ করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বর্ধমান থানার পুলিশ বর্ধমান-তালিত রোডের গ্যাস গোডাউনের কাছ থেকে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন জনকে ধরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নেয়, তারা এই রাস্তায় চুরি ও ডাকাতির কাজে যুক্ত। এদের বিরুদ্ধে জেলার অন্যান্য থানায় ডাকাতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement