• facebook
  • twitter
Sunday, 16 February, 2025

দশম পর্যায়ের সবুজসাথী বিতরণের উদ্বোধন বর্ধমানের কালনায়

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আমাদের সময়ে বহু পড়ুয়া দূরত্বের কারণে স্কুল-কলেজ যাতায়াতের অসুবিধায় মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে।

পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লক প্রাঙ্গণে দশম পর্যায়ের সবুজসাথী সাইকেল বিতরণের আনুষ্ঠানিক সূচনা হলো। উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বিধায়ক দেবপ্রসাদ বাগ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা শাসক আয়েষা রানী অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং , মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রমুখ। এদিন আনুষ্ঠানিকভাবে ব্লকের কয়েকটি স্কুলের ৬০ জন ছাত্র ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী শিক্ষার প্রসারে নানা সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। পড়ুয়ারা সবুজসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে। পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত ৬ লক্ষ ৮৬ হাজারের বেশি পড়ুয়া সবুজসাথী সাইকেল পেয়েছে। ২০২৪-’২৫ বর্ষে এবার প্রায় ৬১ হাজার পড়ুয়া সাইকেল পাচ্ছে। তিনি জানান, ছোটবেলায় সাইকেল ছিল না। তিন কিমি পায়ে হেঁটে নবদ্বীপে স্কুলে যেতে হয়েছে। এখন পড়ুয়ারা সরকারিভাবে বিনামূল্যে সাইকেল পাচ্ছে। একদিকে স্কুলে যাওয়ার জন্য সাইকেল, অন্যদিকে স্মার্টফোনে পড়াশুনা করতে পাচ্ছে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, আমাদের সময়ে বহু পড়ুয়া দূরত্বের কারণে স্কুল-কলেজ যাতায়াতের অসুবিধায় মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের সময় এমন মানবদরদী মুখ্যমন্ত্রী পাইনি।