• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মালদহ মেডিক্যালে বিক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের

পুজোর আগে বেতন না মেলায় বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা

সপ্তাহের প্রথম দিন থেকেই বিক্ষোভের জেরে অচলাবস্থা মালদহ মেডিক্যাল কলেজে। পুজোর আগে বেতন না মেলায় বিক্ষোভে সামিল হয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বেতনের দাবিতে সোমবার সকাল থেকেই মালদহ মেডিক্যালে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে বিঘ্নিত হয় চিকিৎসা পরিষেবা। অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের নিয়োগের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। পরিষেবা বিঘ্নিত হওয়ায় সোমবার তড়িঘড়ি সেই সংস্থার সঙ্গে কথা বলেন মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। কর্মীদের কর্মবিরতি তুলে নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই বাকি রয়েছে বকেয়া বেতন। এমনকী পুজোর আগে বোনাসও দেওয়া হবে না। কর্মীদের নিয়োগ সংস্থার সঙ্গে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বারবার কথা বলেছেন। কোনও সুরাহা মেলেনি বলে দাবি। মালদহ মেডিক্যালের অস্থায়ী এক স্বাস্থ্যকর্মীর কথায়, ‘আমরা প্রায় দু’মাস ধরে বেতন পাচ্ছি না। বারবার বলা হয়েছে, কিন্তু কেউ কথা শুনছে না। আমাদের সকলেরই সংসার রয়েছে। পুজোর আগে বেতন না পেলে বাচ্চাদের হাতে কী তুলে দেব?’ বাধ্য হয়েই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

ওই বেসরকারি সংস্থাটি মালদহ মেডিক্যালে ১৭৭ জন অস্থায়ী কর্মী নিয়োগ করেছে। হাসপাতালে হাউসকিপিং, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল ও সিকিউরিটি পদে নিযুক্ত রয়েছেন তাঁরা। বিগত কয়েক মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিনের। পুজোর মাসে বেতন না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে এই কর্মীদের। প্রথমে সংস্থার পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। তার পরেও বেতন পাননি কর্মীরা।

Advertisement

মালদহ মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ বর জানিয়েছেন, ‘আমরা আজকেই ওই সংস্থার সঙ্গে কথা বলেছি। ওঁরা ব্যাঙ্কে বেতন জমা করেছেন। আজ-কালের মধ্যেই সকলের অ্যাকাউন্টে বেতন ঢুকে যাবে। এ ছাড়া আগামী ২৫ তারিখের মধ্যে বোনাস দিয়ে দেওয়া হবে।’

Advertisement