জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে ফের চিতাবাঘের হামলায় প্রাণ হারাল এক কিশোর। মঙ্গলবার রাতে দক্ষিণ খয়েরকাটা এলাকায় বাড়ির উঠোন থেকে ১২ বছরের অস্মিক রাইকে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। পরে জঙ্গল থেকে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। শুল্কাপাড়া হাসপাতাল চত্বরে স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শান্ত করতে সেখানে পৌঁছন নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার, খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার রায় এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা।
এর আগে ২৮ অগস্ট একই ব্লকের খুটাবাড়ি এলাকায় চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল করিমূল হক নামে আরও এক কিশোরের। চা-বাগান ও বনবস্তি লাগোয়া গ্রামগুলোতে বারবার এমন ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নজরদারি ও ফাঁদ পাতা হচ্ছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমির আহমেদ জানান, দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিবারকে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।