• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘পচা মাংসের গন্ধে অসুস্থ পড়ুয়া’, মিড ডে মিল ঘিরে চাঞ্চল্য

জামুরিয়ার প্রধান শিক্ষককে শোকজ

প্রতিনিধিত্বমূলক চিত্র

জামুরিয়ার এক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পচা মাংস রান্নার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরীকে শোকজ করেছে শিক্ষা দপ্তর।

সূত্রের খবর, বুধবার বেলডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই মিড ডে মিলের প্রস্তুতি চলছিল। কিন্তু অভিযোগ, স্কুলের রান্নার দায়িত্বে থাকা কর্মী থাকলেও প্রধান শিক্ষক নিজেই মাংস কিনে আনেন এবং স্কুল খোলার আগেই রান্নার প্রক্রিয়া শুরু করেন। রান্না শুরু হতেই তীব্র দুর্গন্ধে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা।

Advertisement

একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে, এমনকি কয়েকজন বমি পর্যন্ত করে বলে জানিয়েছেন অভিভাবকেরা। রান্নায় যুক্ত মহিলারাও গন্ধে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, প্রধান শিক্ষক মঙ্গলবার রাতেই মাংস কিনে স্কুলে রেখে দিয়েছিলেন, যা রাতভর ফ্রিজবিহীন অবস্থায় রাখায় পচে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান।

Advertisement

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার জামুরিয়া ২ নম্বর ব্লকের স্কুলে পৌঁছন ব্লক ইন্সপেক্টর। তিনি পড়ুয়া, শিক্ষক, রান্নার দায়িত্বে থাকা মহিলারা ও অভিভাবকদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। এরপরই প্রধান শিক্ষককে শোকজের নির্দেশ জারি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে, যা পড়ুয়াদের জন্য প্রাণঘাতীও হতে পারত। এ বিষয়ে জেলা শিক্ষা দপ্তরেরও কড়া নজরদারি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘এ ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। তদন্ত রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা দাবি তুলেছেন, মিড ডে মিলে খাদ্যদ্রব্য কেনা থেকে রান্না পর্যন্ত প্রতিটি ধাপেই কঠোর নজরদারি চালাতে হবে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিদর্শন না হওয়ার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে, যা প্রশাসনিক গাফিলতির স্পষ্ট প্রমাণ।

এ ঘটনায় শিক্ষামহলেও ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষকদের একাংশের মতে, স্কুলে মিড ডে মিলে এমন অব্যবস্থাপনা শুধু লজ্জারই নয়, পড়ুয়াদের স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রেও তা ভয়ঙ্কর বিপদ সংকেত।

Advertisement