শ্বশুরবাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার জামাইয়ের ঝুলন্ত দেহ। খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে, নদিয়ার হরিণঘাটা ব্লকের দাসপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শুভেন্দু সাহা (৩৩)। তিনি হাওড়া দাসনগর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, শ্বশুরবাড়িতে ছিলেন শুভেন্দুর স্ত্রী ও সন্তান। প্রতি সপ্তাহে স্ত্রী, সন্তানকে শ্বশুরবাড়ি দেখতে যেতেন শুভেন্দু। রবিবার নদিয়ার হরিণঘাটা ব্লকের দাসপাড়ায় শ্বশুরবাড়িতে গিয়েছিলেন শুভেন্দু। রাতে সকলের সঙ্গে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান তিনি। কিন্তু সোমবার সকালে সিঁড়ির ঘরে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় শুভেন্দুকে।
Advertisement
পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুভেন্দুর শ্বশুরবাড়ি সূত্রের খবর, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই থাকত। ফলে কিছুদিন আগে থেকে শুভেন্দুর স্ত্রী দুই কন্যাকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। রবিবার রাতে ঠিক কী ঘটেছিল, সেটা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ।
Advertisement
Advertisement



