• facebook
  • twitter
Thursday, 15 May, 2025

ঠাকুরনগরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

রামনবমীর সকালে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল গাইঘাটার কৃষ্ণনগর এলাকায়।

প্রতীকী চিত্র

রামনবমীর সকালে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল গাইঘাটার কৃষ্ণনগর এলাকায়। ব্যক্তিগত শত্রুতার জেরে গুলি? নাকি এর নেপথ্যে রয়েছে রাজনীতি? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক কোনও কারণে বা আক্রোশের ফলে এই ঘটনা হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম আশুতোষ বিশ্বাস। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত তিনি। রবিবার সকালে স্ত্রীকে ছাড়তে ঠাকুরনগর স্টেশনে গিয়েছিলেন আশুতোষ। স্টেশন থেকে ফেরার পথে আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাঁকে রেফার করা হয় বারাসতে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আশুতোষ বিশ্বাস আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন।

কে বা কারা কী কারণে গুলি চালাল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরাও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির একাংশের দাবি, পুরনো কোনও শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে। বিজেপি নেতা প্রদীপ বিশ্বাস বলেন, ‘বিজেপি করার অপরাধেই কি গুলিটা হল? এটা পুলিশকে খুঁজে বার করতে হবে। আমরা এই বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছি।’ তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন, ‘সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়। পুলিশ অপরাধীকে খুঁজে বার করুক।’